














ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনায়ীর দফতরের বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. আলীজাদেহ মুসাভী রাজশাহী সফরে শিয়া ও সুন্নি আলেমদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি তুলে ধরে উম্মাহর মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন। সফরে তিনি মুহাম্মাদ আমিন (সা.) মাদ্রাসা ও রাজশাহী শিয়া মসজিদ পরিদর্শন করেন এবং পরে আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও মুফাসসিরদের সঙ্গে মতবিনিময় করেন। সফরসঙ্গী ড. আব্দুল কুদ্দুস বাদশা রবিউল আওয়ালের গুরুত্ব ও মুসলমানদের জ্ঞানচর্চার ঐতিহ্য তুলে ধরেন। স্থানীয় আলেমরা ইরানের অগ্রণী ভূমিকা ও মুসলিম ভ্রাতৃত্বের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
আপনার কমেন্ট